ভয়ানক রাসায়নিক উদ্ধার ইন্দোরে, যা অনায়াসে নিতে পারতো ৫০ লক্ষ মানুষের প্রাণ !
কলকাতা টাইমসঃ
সিন্থেটিক ওপিয়েড এবং ফেন্টানাইল। একদম অপরিচিত দুই মারণ রাসায়নিক উদ্ধার হল ভারতের ইন্দোরে। যে পরিমাণ মারণ রাসায়নিক উদ্ধার হয়েছে তাতে অনায়াসে ৪০-৫০ লাখ মানুষ মারা যেতে পারে। মারণ এই রাসায়নিকের বাজার মূল্য ১১০ কোটি টাকা।
ইন্দোরের এক স্থানীয় ব্যবসায়ী এবং এক মার্কিন গবেষক যৌথ উদ্যোগে রাসায়নিক কারখানাটি চালাতেন। এই রাসায়নিক সহজে বাতাসে ছড়িয়ে পড়তে পারে। তারপর সেটি গায়ের চামড়ার মধ্যে মিশে যায়। মাত্র দুই মিলিগ্রাম ফেন্টানাইলে ২০ লাখ লোক মারা যেতে পারে। মরফিনের থেকেও ১০০ গুন বেশি মারণ ক্ষমতাধারী এই রাসায়নিক।
গোপন সূত্রে খবর পেয়ে ইন্দোরের একটি বেসরকারি রাসায়নিক গবেষণাগারে, ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টালিজেন্স (ডিআরআই) অভিযান চালায়। ডিআরআইয়ের ডিজি- ডি পি দাশ জানিয়েছেন, ভারতে এই প্রথম এই মারণ রাসায়নিকের সন্ধান পাওয়া গেল। এই রাসায়নিক এতটাই শক্তিশালী যে হেরোইনের থেকে ৫০ গুণ বেশি ক্ষতিকর প্রভাব রয়েছে।