দর্শকশুন্য থাকছে না টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল
কলকাতা টাইমসঃ
আগামী ১৮ জুন শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের সাউদাম্পটনের বাইশ গজে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। বিশ্ব জুড়ে চলা করোনা অবহেও এই ম্যাচে মাঠে দর্শক উপস্থিতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, প্রতিদিন চার হাজার দর্শকের প্রবেশাধিকার থাকবে এই ম্যাচে। এর মধ্যে ২ হাজার নির্ধারিত রয়েছে ক্লাব সদস্যদের জন্য। বাকি ২ হাজার টিকিট জনসাধারণের জন্য।
বিশ্ব টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকা ভারতের মুখোমুখি হবে দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনরা। প্রসঙ্গত, আইসিসি পরিচালিত প্রথম টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। প্রসঙ্গত, ইংল্যান্ডে সম্প্রতি এফএ কাপ ফাইনালে ওয়েম্বলি স্টেডিয়ামে ২০ হাজার দর্শক মাঠে উপস্থিত ছিলেন। ইংলিশ প্রিমিয়ার লিগেও মাঠে ফিরতে দেখা গেছে দর্শকদের।