৭ দিনের মধ্যে তৃতীয়বার প্রেসিডেন্ট বদল পেরুতে
কলকাতা টাইমসঃ
৭ দিনের মধ্যে তৃতীয়বার প্রেসিডেন্ট বদল হলো পেরুতে। গতকাল অর্থাৎ সোমবার ফ্রানসিসকো সাগাস্তি নামের ৭৬ বছর বয়সী এই ব্যক্তি একজন গবেষক এবং লেখক হিসেবেও সুখ্যাত। প্রসঙ্গত, সেদেশের প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে দুজন কলেজ পড়ুয়া নিহত হয়, আহত হন বহু মানুষ। এই ঘটনার প্রতিবাদে সেদেশের ১২ জন মন্ত্রী পদত্যাগ করেন। এরপরই দায়িত্ব থেকে সরে দাঁড়ান প্রেসিডেন্ট মেরিনো।
গত শনিবার প্রবল জনবিক্ষোভের জেরে পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো। দেশের এই প্রাক্তন স্পিকার মার্টিন ভিজকারার স্থলাভিষিক্ত হয়েছিলেন। ভিজকারার বিরুদ্ধে দুর্নীতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় গত ৯ নভেম্বর তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হয়।