ইতিহাসের পাতায় জায়গা করে নিলো ভারত-শ্রীলংকার তৃতীয় ওয়ানডে ম্যাচ
কলকাতা টাইমসঃ
ইতিহাসের পাতায় জায়গা করে নিলো ভারত-শ্রীলংকার তৃতীয় ওয়ানডে ম্যাচ। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নজির গড়লো ভারত।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে গতকাল রবিবার শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারায় ভারত। ক্রিকেট ইতিহাসে এই প্রথম তিনশ রানের জয় দেখল বিশ্ব। এতদিন রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের ঝুলিতে। ২০০৮ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৯০ রানে জিতেছিল কিউইরা।
১১৬ রান করেন শুভমন গিল। অন্যদিকে ১১০ বলে ১৬৬ রানে অপরাজিত থাকেন কোহলি। ৫ উইকেট হারিয়ে ৩৯০ রান তোলে ভারত। শ্রীলঙ্কার ব্যাটিংয়ের শুরুতেই ধস নামান সিরাজ। প্রথম স্পেলে ৭ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ২২ ওভারে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় শ্রীলংকা।