ইউক্রেন স্বাধীন থাকবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া সময় এসেছে- জেলেনস্কি
কলকাতা টাইমসঃ
এই মূহূর্তে ইউক্রেন স্বাধীন থাকবে কিনা, সেই সিদ্ধান্ত নেওয়া সময় এসেছে। মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, রাশিয়ার আক্রমণের মুখে আমার দেশের ‘লক্ষ্য’ স্থির করার সিদ্ধান্ত নিতে হচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, প্রতিদিন কিয়েভ এখন রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলার সম্মুখীন হতে হচ্ছে। শহর তাদের ছেড়ে দেওয়া হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তার দেশ ভয়াবহ যুদ্ধের কবলে বলেও মন্তব্য করেন তিনি। ইউক্রেনের জনগণের প্রশংসা করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের জনগণের হয়ে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি সম্মানিত।