এশিয়ার শীর্ষ দুই ধনী ব্যক্তি হলেন আম্বানি এবং আদানি
কলকাতা টাইমসঃ
এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তির তালিকায় এক এবং দুই নম্বরে জায়গা করে নিলেন আম্বানি এবং আদানি। প্রসঙ্গত, চীনা শিল্পপতি জোং শ্যানশেনকে সরিয়ে এশিয়ার শীর্ষ ধনীর স্থান দখল করে নেন মুকেশ আম্বানি। স্বভাবতই দ্বিতীয় স্থানে নেমে আসেন চীনা ধনকুবের। এবার জোং শ্যানশেনকে এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তির অবস্থান থেকেও হটিয়ে দিলেন ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি।
২০২০ সালের ডিসেম্বরে এশিয়ার শীর্ষ ধনীর শিরোপা অর্জন করেন মুকেশ আম্বানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, বিশ্বের ধনীদের তালিকায় এই মুহূর্তে ১৩ ও ১৪ নম্বর স্থানে রয়েছেন আম্বানি ও আদানি। আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৭৬.৩ বিলিয়ন ডলার। আর আদানির মোট সম্পত্তির পরিমাণ ৬৭.৬ বিলিয়ন ডলার।