ক্রিকেটের ঐতিহ্য বড়ো বালাই
কলকাতা টাইমসঃ
দীর্ঘদিন ধরেই সংক্ষিপ্ত হচ্ছে ক্রিকেট। আইপিএলের দৌলতে টি-২০ জনপ্রিয় হলেও ইতিমধ্যেই কিছু দেশে শুরু হয়ে গেছে ১০ ওভারের ক্রিকেট। অস্ট্রেলিয়া, শারজায় ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই ক্রিকেট। সরাসরি না হলেও এর পেছনে প্রচ্ছন্ন মদত রয়েছে আইসিসির। এরই মাঝে ইংল্যান্ডে শুরু হতে চলেছে টেস্ট বিশ্বকাপ। পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা, নাকি সংক্ষিপ্ততায় ইতি?
একটা সময় শুধুই ছিল টেস্ট ক্রিকেট। একদিনের ক্রিকেট ৬০ ওভার থেকে কমে ৫০ হয়েছে। এসেছে টি-টোয়েন্টি ক্রিকেট। আকর্ষণ হারাচ্ছে টেস্ট ক্রিকেট। সেই আকর্ষণ বাড়িয়ে তুলতেই আইসিসির এই নতুন উদ্যোগ। ২০০৯ সালে প্রথম আইসিসি’র মাথায় আসে টেস্ট বিশ্বকাপের ভাবনা। ২০১০ সালে ঠিক করা হয়, ২০১৩ সালে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। কিন্তু আর্থিক কারণে পিছিয়ে আসে আইসিসি।