২৫ সেকেন্ড আগে প্লাটফর্ম ছেড়েছে ট্রেন, ‘ক্ষমার অযোগ্য’ বলে ব্যাখ্যা করলো কতৃপক্ষ !
কলকাতা টাইমসঃ
২৫ সেকেন্ড আগে ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের কাছে ক্ষমা চাইলো জাপানের রেলওয়ে কোম্পানি। এক বিবৃতিতে এই ভুলকে তারা ‘ক্ষমার অযোগ্য’ বলে ব্যাখ্যা করলো তাঁরা। নোটোগাওয়া স্টেশন থেকে সকাল ৭ টা ১১ মিনিট ৩৫ সেকেন্ডের মাথায় ট্রেনটি প্লাটফর্ম ছাড়ার পর এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে ওয়েস্ট জাপান রেলওয়ে। অর্থ্যাৎ ট্রেনটি ছাড়ার কথা ছিল সকাল ৭টা ১২ মিনিটে।
অবশ্য বোঝার ভুলেই এমনটা হয়েছে। সংশ্লিষ্ট কনডাকটর ভেবেছিলেন ৭টা ১১ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা। ভুল বুঝতে পারার পর তিনি প্ল্যাটফর্মে তাকান। কিন্তু সেখানে কেউ না থাকায় ট্রেনের দরজা আর খোলেননি এবং স্টেশন ত্যাগ করার সিদ্ধান্ত নেন। বিবৃতিতে বলা হয়, ‘যাত্রীদের এত বড় বিপদে ফেলে দিয়ে আমরা যে অপরাধ করেছি তা সত্যিই ক্ষমার অযোগ্য।’