January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

খুকরি ধরি নেপালি গোর্খা বাহিনীর ঘেরাটোপে থাকবেন ট্রাম্প এবং কিম 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আগামী ১২ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। এই দুই নেতার নিরাপত্তার দায়িত্বে খুকরি নিয়ে উপস্থিত থাকবে নেপালি বংশোদ্ভূত গোর্খা বাহিনী। বিশস্ততার কারণে বিশ্বেজুড়েই তাদের বেশ নামডাক রয়েছে। সিঙ্গাপুরের এলিট পুলিশের বিশেষ গোর্খা বাহিনী রয়েছে। এই বাহিনীর সদস্যরা এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের বৈঠকের সময়ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

গোর্খাদের পড়নে থাকবে বিশেষ বাহিনীর বর্ম, হাতে বেলজিয়ামের তৈরি বিশেষ স্কার কমব্যাট রাইফেল এবং পিস্তল। এছাড়া গোর্খা বাহিনীর কাছে থাকবে তাদের ঐতিহ্যবাহী খুকরি এবং পায়ে বাঁধা হোলস্টারে পিস্তল। সিঙ্গাপুরের সশস্ত্র বাহিনীর তরফে আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ টিম হাক্সলি জানিয়েছেন, গোর্খা বাহিনী অত্যন্ত সুকৌশলী। বিশেষ পরিস্থিতিতে কাজ করার প্রশিক্ষণও রয়েছে তাদের। সফরে দুই নেতার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ছাড়াও বিশেষ দায়িত্বপালন করবে গোর্খা বাহিনী।

 

Related Posts

Leave a Reply