পরকীয়ার সুড়ঙ্গ পথ! সেই পথ ধরেই পাকড়াও প্রেমিক
কলকাতা টাইমসঃ
পরকীয়ার কতই না পথ। নিজের বাড়ি থেকে সরাসরি সুড়ঙ্গ পথে প্রেমিকার বাড়িতে উদয় হতেন প্রেমিক।এভাবেই পাড়া পর্যন্ত। সেখান দিয়েই সবার নজর এড়িয়ে চলত যাতায়াত। একদিন প্রেমিকার স্বামী দেখে ফেলেন তাদের। আর তা-প্রতিবেশীর নজর এড়িয়ে নিত্য চলতো ‘অভিসার’। কিন্তু একদিন প্রেমিকার স্বামী অসময়ে বাড়ি ফিরে আসতেই ঘটলো বিপত্তি। তড়িঘড়ি ঘরে থাকা সোফার নিচে লুকোতেও দেখা যায় প্রেমিককে।
কিন্তু সেখান থেকেই রহস্যজনক ভাবে উধাও হয়ে যায় ওই ব্যক্তি। এর পরই সন্ধান মেলে সোফার নিচে এক গোপন সুড়ঙ্গের। সেই সুড়ঙ্গ ধরে সটান পৌঁছে যান স্ত্রীর প্রেমিকের বাড়িতে। জানা যাচ্ছে, সেখানেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দু’জন। এর পর থানা-পুলিশ পর্যন্ত গড়ায় বিষয়টি। মেক্সিকোর এই ঘটনা আপাতত সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। জানা গেছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম অ্যালবার্তো।