নিজেদের মধ্যে শান্তি চুক্তির উদ্যোগ নিচ্ছে দুই কোরিয়ার
নিউজ ডেস্কঃ
১৯৫০-৫৩ দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ হয়েছিল। যুদ্ধ সমাপ্তির পর কোনো শান্তিচুক্তি না হওয়ায় উত্তর ও দক্ষিণ কোরিয়া এখনও কার্যত ‘যুদ্ধবিরতির’ মধ্যে রয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার কিম জং উনের বৈঠক হওয়ার কথা। এরই আবহে আমেরিকা ছাড়াও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নিজেদের সম্পর্কের উন্নতি সাধনের লক্ষে দুই কোরিয়া।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং উত্তরের নেতা কিম জং উনের মধ্যে মুখোমুখি বৈঠক হওয়ার কথা রয়েছে। মুন-কিম বৈঠকে দীর্ঘদিনের ওই যুদ্ধের অবসান ঘটাতে শান্তিচুক্তি হতে পারে বলে খবর। উত্তর কোরিয়া কোনো শর্ত ছাড়াই কোরিয়া উপদ্বীপ সম্পূর্ণরূপ পরমাণু অস্ত্র মুক্ত করতে চায় বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। বৃহস্পতিবার মুন সাংবাদিকদের বলেন, আমরা উত্তর কোরিয়ায় সম্পূর্ণরূপে পরমাণু নিরস্ত্রীকরণ দেখতে চাই।