কর্মচারীদের মাইনে দিতে হিমশিম অবস্থা জাতিসংঘের !
কলকাতা টাইমসঃ
কর্মচারীদের মাইনে দিতে হিমশিম অবস্থা জাতিসংঘের। আর্থিক মন্দার ধাক্কায় এতটাই কাবু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠন। বিশ্ব জুড়ে একাধিক কলকারখানা বন্ধ হয়েছে, ব্যবসা গোটাতে হয়েছে বেশ কয়েকটি নামী সংস্থাকে। ইতিমধ্যেই কাজ হারিয়েছেন লক্ষাধিক মানুষ।জানা গেছে, বিরাট সংখ্যক কর্মীদের বেতন দেওয়া দেওয়ার মতন অবস্থাতেও নেই জাতিসংঘ।
খরচ কমাতে এসক্যালেটর আর কুলার বন্ধের পাশাপাশি কূটনীতিকদের জন্য যে পানশালাটি রয়েছে, সেটিও বিকাল ৫টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে। ঘন ঘন বৈঠক বা পার্টিতে রাশ টানার জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুয়েত্রেস জানান, বিগত এক দশকে এমন অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়তে হয়নি জাতিসংঘকে। তিনি জানান, ১৪০ কোটি ডলারের ঘাটতির মুখে পড়তে হয়েছে জাতিসংঘকে।