চীনকে একঘরে করতে কোমর বেঁধে আসরে নামলো আমেরিকা
কলকাতা টাইমসঃ
করোনা ইস্যুতে চীনকে একঘরে করতে কোমর বেঁধে আসরে নামলো আমেরিকা। ইতিমধ্যে কূটনৈতিক স্তরে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের মৌলিক দায়িত্ব পূরণে চীন সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছে বলে দাবি আমেরিকার।
মার্কিন বিদেশ সচিব মাইক পাম্পেও জানান, এই ভাইরাসের উৎস সম্পর্কে বেইজিংকেই ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে তাদের এর মাসুল গুণতেই হবে বলে হুঁশিয়ারি। করোনা সংক্রমণের জন্য চীনকেই কাঠগড়ায় ওঠাচ্ছে আমেরিকা। অন্যদিকে খোদ চীনের অন্দরেই ‘স্টপ কমিউনিস্ট চায়না’ নামে একটি আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধতে শুরু করেছে।