মায়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের মুক্তির দাবি জানালো আমেরিকা
কলকাতা টাইমসঃ
মায়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিপীড়নের খবর সংগ্রহ করতে গিয়ে আটক হওয়া বার্তা সংস্থা রয়টার্সের দু’জন সাংবাদিককে যতো তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়ার দাবি জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সিঙ্গাপুরে আঞ্চলিক সম্মেলনের বৈঠকে শনিবারময়ানমারের পররাষ্ট্রমন্ত্রী কিয়াও থিনেই কাছে এই দাবি জানান পম্পেও।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট জানান, মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় রয়টার্সের দুই সাংবাদিককে আটকে রাখার বিষয়ে আলোচনা করেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রী।তিনি আরো বলেন, বৈঠকে মায়ানমার সরকারের সাম্প্রতিক ধরপাকড়ের বিষয়টি নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল রয়েছে বলে জানিয়ে যতো দ্রুত সম্ভব আটক ওই দুই সাংবাদিককে মুক্তি দেওয়ার কথা বলেছেন পম্পেও।