চাপে চীন: দেশের ইতিহাসে সর্ববৃহৎ সামরিক বাজেট পাস্ করলো আমেরিকা
কলকাতা টাইমসঃ
মার্কিন ইতিহাসে সর্ববৃহৎ সামরিক বাজেট পাস্ হয়ে গেলো গত শুক্রবার। গোটা বিশ্বকে চমকে দিয়ে ৭৪ হাজার ১০০ কোটি ডলারের এই বাজেট পাস্ করে সেদেশের সিনেটররা। বিশ্বজুড়ে বাড়তে থাকা সামরিক উত্তেজনার মাঝে এই বিপুল অংকের বাজেট নির্ধারণকে যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।চীন সহ বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলিকে চেইপ রাখতেই এই কৌশল নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
১০০ সদস্যের মার্কিন সিনেটে বিলের পক্ষে ভোট পরে ৮৪টি। সুতরাং অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিলটি পাস্ হয়ে যায় মার্কিন সংসদে। আগামী এক বছর আমেরিকার খুব স্বাভাবিকভাবেই তাদের সামরিক গতিবিধির ওপর নজর থাকবে গোটা বিশ্বের।