চীনের বিপুল পরিমান এন-৯৫ মাস্ক বাজেয়াপ্ত করলো আমেরিকা
কলকাতা টাইমসঃ
চীনের বিপুল পরিমান এন-৯৫ মাস্ক বাজেয়াপ্ত করলো আমেরিকা। সেদেশের শিকাগো শহরে ঢোকার মুখেই আটক করা হয় এই মাস্কগুলো। চীন থেকে আমদানি করা এই মাস্কগুলো নিউ জার্সির মানালাপান নামের একটি কোম্পানির কাছে যাওয়ার কথা ছিলো।
সূত্রের খবর, গত ১০ সেপ্টেম্বর আমেরিকার ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সেগুলো আটক করা হয়। জানা যাচ্ছে, এই ৫ লক্ষ এন-৯৫ মাস্কের দাম প্রায় ২৫ কোটি টাকা।মার্কিন সাস্থ আধিকারিকদের বক্তব্য, ‘চীনের এই মাস্কগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারিত স্ট্যান্ডার্ড উতীর্ণ হতে পারেনি। তাই দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষার কারণেই এগুলো আটকে দেওয়া হয়েছে।’