নিরাপত্তার কারণে হাজার হাজার চীনা পড়ুয়াকে দেশছাড়া করছে আমেরিকা
কলকাতা টাইমসঃ
দেশের নিরাপত্তার কারণে হাজার হাজার চীনা পড়ুয়াকে দেশছাড়া করছে আমেরিকা। জানা যাচ্ছে ইতিমধ্যেই বহু চীনা শিক্ষার্থী এবং গবেষকদের ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি, শিক্ষাবর্ষের মাঝ পথেই দ্রুত তাদের আমেরিকা ছাড়তে বলা হয়েছে। প্রসঙ্গত, গত মে মাসের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চীনের পড়ুয়া এবং গবেষকরা আমেরিকার নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের।
এর পর থেকেই মার্কিন মুলুকে থাকা চীনা ছাত্রছাত্রীদের বিশেষ স্ক্যানারে নিয়ে আসে মার্কিন প্রশাসন। তাদের ঝাড়াই বাছাইয়ের পর শুরু হয়েছে প্রাথমিক কোপ। এমনকি চীন সরকারের বিশেষ বৃত্তি নিয়ে মার্কিন মুলুকে গবেষণা করতে আসা বেশকিছু পড়ুয়ার সঙ্গে মাঝপথেই চুক্তি বাতিল করেছে সেদেশের বিশ্ববিদ্যালয়।