ইউক্রেন থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে আমেরিকা
কলকাতা টাইমসঃ
কিয়েভে তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, আজ শনিবার থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তর কিয়েভের মার্কিন দূতাবাস থেকে তাদের কর্মকর্তা এবং কর্মচারীদের সরিয়ে নিতে শুরু করেছে। জানা যাচ্ছে, আপাতত কিয়েভ থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে পোল্যান্ড সীমান্তের কাছাকাছি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
গতকাল হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয় রাশিয়া “যে কোনো মুহূর্তে” ইউক্রেনে সামরিক অভিযান শুরু করতে পারে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেন রাশিয়া হয়তো ব্যাপক মাত্রায় বিমান হামলা দিয়ে অভিযান শুরু করবে এবং তা হলে মার্কিন নাগরিক এবং দূতাবাস কর্মীদের নিরাপদে সরিয়ে আনা এরপর কঠিন হয়ে পড়বে।