ভারতের প্রতি এই ৪ দেশের অহেতুক ঘৃণা আশ্চর্য করার মত
কলকাতা টাইমস :
ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য গোটা বিশ্বে সমাদৃত। গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত বিদেশিদের সব সময় শ্রদ্ধার চোখে দেখেছে। প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক পরিপূর্ণতার জন্য সারা বিশ্বের কাছেই কৌতুহলের উদ্রেক করেছে ভারত। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন সম্পর্কে রকমফের রয়েছে ভারতের। কোনও কোনও দেশের যেমন ভারতের সঙ্গে খুব ভালো সম্পর্ক, সেরকমই কোনও কোনও দেশ ভারতকে মোটেই পছন্দ করে না।
ভারতের সঙ্গে বৈরিতার সম্পর্ক রয়েছে, এমন চারটি দেশ
৪. অস্ট্রেলিয়া: ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার তিক্ত সম্পর্ক সম্প্রতি শুরু হয়েছে। চাকরির বাজারে প্রতিযোগিতার কারণে সাধারণত অস্ট্রেলিয়ানরা ভারতীয়দের পছন্দ করে না। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় অজিদের হাত থেকে নিজেদের দক্ষতায় চাকরি ছিনিয়ে নিচ্ছে। এটা মোটেই ওরা পছন্দ করে না।
৩. চীন: ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র গত ২০ বছরে ভারতের প্রতি তার আচরণে বারবার বদল এনেছে। চীন ও ভারত দুই দেশই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। চীন শিল্পক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে গিয়েছে। দক্ষিণ এশিয়ায় নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে মোটেও পছন্দ করে না চীন।
২. শ্রীলঙ্কা: সিংহলিরা তামিলদের মোটেও পছন্দ করে না। সেই কারণেই তাদের রাগ গিয়ে পড়ে গোটা ভারতের ওপর। পাশাপাশি, শ্রীলঙ্কার ধারণা ভারত তাদের উন্নয়নে বাধা সৃষ্টি করছে। শ্রীলঙ্কায় বহু তামিলকে প্রাণ দিতে হয়েছে।
১. পাকিস্তান: এই তালিকায় পাকিস্তানকে এক নম্বরে রাখার মধ্যে কোনও আশ্চর্য নেই। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির দিক থেকেই ভারতের বিরোধিতা ও ক্ষতি করার চেষ্টাই এর একমাত্র লক্ষ্য। এপর্যন্ত দেশটি ভারতের সাথে ৪ বার যুদ্ধে জড়িয়েছে।