সাংবাদিকের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না মার্কিন প্রশাসন
কলকাতা টাইমসঃ
আমেরিকায় সাংবাদিক এবং সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশ মোতাবেক এবার এই সিদ্ধান্তে পাকাপাকি সিলমোহর দিলো মার্কিন বিচারবিভাগ। তাদের তরফে জানানো হয়েছে, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের স্বার্থে বিচার বিভাগ আর কখনো প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে না।’
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিকের ওপর নজরদারি চালানো হয়। দিন দুয়েক আগে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায় তাদের চার সাংবাদিকের ওপরেও নজরদারি চালায় জো বাইডেনের বিচার বিভাগ। এরপরই মার্কিন বিচার বিভাগের তরফ থেকে এই ঘোষণা করা হয়। ওয়াশিংটন পোস্টের এক সাংবাদিকের মোবাইল এবং ই-মেইলে নজরদারি চালানোর তথ্য প্রকাশ্যে আসতেই বাইডেন জানিয়ে দেন, ‘সাংবাদিকের ফোন, ই-মেলে নজরদারির অনুমতি বিচার বিভাগ দিতে পারে না। এটা উচিত নয়।’