রহস্যময় কারণে হঠাৎই পদ্যত্যাগের সিদ্ধান্ত নিলেন চিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
কলকাতা টাইমসঃ
কোনো এক রহস্যময় কারণে হঠাৎই পদ্যত্যাগের সিদ্ধান্ত নিলেন চিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। প্রসঙ্গত, মার্কিন এই রাষ্ট্রদূত টেরি ব্রানস্ট্যাড গত প্রায় তিন বছর ধরে সাফল্যের সঙ্গে দায়িত্ব সামলাচ্ছেন বেজিংএ। টেরির এই সিদ্ধান্তের ফলে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে সেদেশের রাজনৈতিক মহলে। যদিও কেনো এই পদত্যাগ তার কারণ প্রকাশ করা হয়নি কোনো পক্ষ থেকেই। উল্যেখ্য, বেশ কিছুদিন ধরেই আমেরিকা এবং চীনের মধ্যে প্রবল উত্তেজনা তৈরী হয়েছে। জানা যাচ্ছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ব্রানস্ট্যাড চীন ছাড়বেন।
এ প্রসঙ্গে জানা যাচ্ছে, গত ৩ সেপ্টেম্বর আমেরিকা তাদের দেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতদের ওপর বেশ কিছু বাধা নিষেধ আরোপ করার সিদ্ধান্ত নেয়। এর পাল্টা হিসেবে মার্কিন কূটনীতিকদের ওপরেও বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্তের কথা জানিয়েছে বেজিং। প্রসঙ্গত, আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের জন্য ব্রানস্ট্যাডকে অশেষ কৃতজ্ঞতা জানান।