বিপুল পরিমান মাদক চোরাচালান রুখে দিলো মার্কিন কোস্ট গার্ড
কলকাতা টাইমসঃ
বিপুল পরিমান মাদক চোরাচালান রুখে দিলো মার্কিন কোস্ট গার্ড। যা বিশ্বের ইতিহাসে সবচে বড় মাদক উদ্ধার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, বাজেয়াপ্ত করা মাদকের মূল্য প্রায় দেড় বিলিয়ন ডলার। দক্ষিণ আমেরিকার কাছে সমুদ্রে অভিযান চালানোর সময় এই মাদক উদ্ধার করা হয়।
জানা গেছে, সেখানে ছিল ৩০ টনেরও বেশি কোকেন ও মারিজুয়ানা। বাজেয়াপ্ত করা মাদকগুলি ফ্লোরিডার ফোর্ট লডারডেল বন্দরে রাখা রয়েছে বলে জানা যাচ্ছে। দক্ষিণ আমেরিকা থেকে আসা মাদকের চালান ঠেকাতে ক্রমশ বিভিন্ন কৌশল রপ্ত করছে মার্কিন কোস্ট গার্ড। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক ড্রোন ও ইনফ্রারেড ক্যামেরা।