January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সামনের মাসেই জেরুজালেমে মার্কিন দূতাবাসের উদ্বোধন করবেন ট্রাম্প !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ার পর এবার ওই শহরে আমেরিকার দূতাবাস উদ্বোধন করার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উপলক্ষে আগামী মাসেই ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরে সফরে আসতে চলেছেন ট্রাম্প। তিনি এমন সময় এই ঘোষণা করলেন যখন ক্ষোভে উত্তাল ফিলিস্তিন।

এর আগে গত ডিসেম্বরে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প। সেই সময় তিনি বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবেও ঘোষণা করেন। শুক্রবার ট্রাম্প বলেন, কয়েক দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র যে নীতি অনুসরণ করে আসছিল তা থেকে সরে যাওয়ার কারণে ট্রাম্পর মধ্যে কোনো দুঃখ নেই। জার্মান নেতা অ্যাঙ্গেলা মরকেলের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইসরায়েল যেতে পারি এবং আমি এর জন্য গর্বিত।

 

Related Posts

Leave a Reply