থ্রিডি প্রিন্টারে আগ্নেয়াস্ত্র নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করলো আমেরিকা
কলকাতা টাইমসঃ
থ্রিডি প্রিন্টারে আগ্নেয়াস্ত্র নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করলো মার্কিন প্রশাসন। সম্প্রতি থ্রিডি প্রিন্টারের প্রযুক্তি সহজলভ্য হয়ে ওঠায় মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকেই এর মাধ্যমে আগ্নেয়াস্ত্র তৈরি করার চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তেমন ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে সম্প্রতি বেশ খুনের ঘটনাও ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেল আদালতে এক প্রধান বিচারপতির দেওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে সেদেশে থ্রিডি প্রিন্টারের মাধ্যমে আগ্নেয়াস্ত্র নির্মাণ বন্ধ করা হলো। ট্রাম্প প্রশাসনও বিষয়টিকে সমর্থন জানিয়েছেন।
এর আগে আগ্নেয়াস্ত্র প্রেমীদের সংগঠন ডিফেন্স ডিস্ট্রিবিউটেড ১ আগস্ট থেকে থ্রিডি প্রিন্টের উপযোগী আগ্নেয়াস্ত্রের নকশা ইন্টারনেটে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। যদিও আগে থেকেই অনলাইনে কয়েকটি লিঙ্ক থেকে থ্রিডি আগ্নেয়াস্ত্র বানানোর কৌশল খুঁজে পাওয়া যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, মাসাসুসেটস, কনেকটিকাট, পেনিসেলভেনিয়া, ওরেগন, মেরিল্যান্ড, এবং কলাম্বিয়া রাজ্য সহ মোট ২০টি রাজ্যের অ্যাটর্নি জেনারেলরা অনলাইনে থ্রিডি আগ্নেয়াস্ত্র তৈরির কৌশল প্রকাশের বিরুদ্ধে পদক্ষেপ নেন। ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফারগুসন সিয়াটলে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেন।
থ্রিডি প্রিন্টেড আগ্নেয়াস্ত্র সাধারণ আগ্নেয়াস্ত্রের মতোই গুলি করতে সক্ষম। এটি নিরাপত্তার জন্য বড়ধরনের হুমকি। খুব সহজেই এটি তৈরি করা যায়। এছাড়া এভাবে অস্ত্র তৈরি করে ব্যবহার করলে ব্যবহারকারীর আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি রয়েছে কি না, তা যাচাই করার সুযোগ থাকছেনা। এই সমস্ত বিষয় বিবেচনা করে যু্ক্তরাষ্ট্রের বিচারক রবার্ট লাসনিক থ্রি ডি আগ্নেয়াস্ত্র তৈরির সফটওয়্যার প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।