January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কিম জং উনের সঙ্গে গোপনে বৈঠক সারলেন মার্কিন গোয়েন্দা প্রধান 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে গোপন বৈঠকের জন্য পিয়ংইয়ংয়ে গিয়েছিলেন আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পেও। সফর এতটাই গোপন ছিল যে, পম্পেও হোয়াইট হাউজের আর কোনো কর্মকর্তাকেই সাথে নেননি।

এপ্রিলের প্রথম সপ্তাহের শেষে এই বৈঠকটি হয়। এটি এমন এক সময় সামনে এসেছে যখন আগামী মে মাসের শেষে অথবা জুন মাসের শুরুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জংয়ের সরাসরি আলোচনার কথা রয়েছে। যদিও হোয়াইট হাউজ গোপন বৈঠকের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।

এদিকে, উত্তর কোরিয়ার প্রতিবেশী ও মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতীম রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, পম্পেও’র সফরের ওপর সরকারের মন্তব্য করা বেমানান।

 

Related Posts

Leave a Reply