জঙ্গি হানায় মৃত্যু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠা এই মার্কিন সেনা
কলকাতা টাইমসঃ
কাবুল বিমানবন্দরে এক আফগান শিশুকে কোলে নিয়ে পরম যত্নে লালন করছেন এক মার্কিন মহিলা সেনা। সোশ্যাল মিডিয়ার দৌলতে এই ছবি সকলেরই নজর কেড়েছিল। সেই মার্কিন সেনার নাম নিকোল জি। দিন দুয়েক আগে কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয় ওই মহিলা সার্জেনের।
জানা যাচ্ছে, সেদিনের বিস্ফোরণে মৃত ১৭ জন মার্কিন সেনার মধ্যে জঙ্গি হামলায় প্রাণ হারাতে হয় নিকোলকে। ২৩ বছরের এই তরুণী সেনাকর্মী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরকে তালেবান মুক্ত রাখার জন্য প্রহরায় ছিলেন। একসময় তালেবানরা কাবুলের দখল নেওয়ার পর থেকেই দেশ ছাড়ার হিড়িক পরে যায় সাধারণ আফগানদের মধ্যে। নিজেরা না পারলেও কোলের শিশুটিকে বাঁচাতে তুলে দেন মার্কিন সেনাদের হাতে। তেমনই এক শিশুকে কোলে তুলে নিয়ে, তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিকোল লিখেছিলেন ‘আমার কাজের জন্য আমি গর্বিত।’