January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সংসদে হামলার পেছনে মার্কিন সেনার প্ররোচনা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ক্যাপিট্যাল হিলে ট্রাম্প ভক্তদের হামলায়র পিছনে সরাসরি যুক্ত থাকার অভিযোগ উঠলো মার্কিন সেনার বিরুদ্ধে। যা নিয়ে যথেষ্ট বিড়ম্বনার সম্মুখীন হতে হচ্ছে মার্কিন সেনা সদর পেন্টাগনকে। ইতিমধ্যেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই আবারও হিংসাত্মক ঘটনা ঘটতে পারে বলে চূড়ান্ত সতর্কতা জারি করেছে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ গ্রহণের আগেই ফের গত ৬ জানুয়ারির মতো হিংসাত্মকঘটনা ঘটাতে মরিয়া ট্রাম্প ভক্তরা।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি সদ্য নির্বাচিত বাইডেন এবং কমলা হ্যারিসের জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সময় সংসদ ভবনে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। পুলিশের গুলিতে মৃত্যু হয় ৫ জন হামলাকারীর। অভিযোগ, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কানিমূলক ভাষণের পরই হামলা হয়েছিল। সাধারণত, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী রাজনীতি এড়িয়ে চলে। তবে গত সপ্তাহে ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে হামলার সাথে বেশ কয়েকজন প্রাক্তন ও বর্তমান সেনার জড়িত থাকার অভিযোগ উঠেছে। যা নিয়ে স্পষ্টতই উদ্বিগ্ন মার্কিন সেনাকর্তারা।

Related Posts

Leave a Reply