নোবেল পুরস্কারের অর্থমূল্য বেড়ে দাঁড়ালো ৮ কোটি ২৫ লক্ষ টাকা !
কলকাতা টাইমসঃ
আকাশ ছুঁলো নোবেল বিজয়ীদের অর্থমূল্য। এই বিরল সম্মান মূল্যের পরিমান বাড়তে বাড়তে আজ এসে দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ২৫ লক্ষ টাকায়। গত বছরের তুলনায় এ বছর আরও ১০ লাখ ক্রৌন বা ১ লক্ষ ১০ হাজার ডলার বাড়িয়ে দেওয়ার কথা এদিন ঘোষণা করলেন নোবেল কমিটি। ডিনামাইটের আবিষ্কর্তা আলফ্রেড নোবেল ৩ কোটি ১০ লক্ষ ক্রৌন রেখে গিয়েছিলেন নোবেল পুরস্কারের সাম্মানিক প্রদানের জন্য। ১০০ বছর পার করে সেই অর্থমূল্য আজ প্রায় ১৮০ কোটি ক্রোনের সমমূল্য।
১১৯ বছর ধরে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয়ে আসছে নোবেল পুরস্কার। একদম শুরুতে পুরস্কার প্রাপকদের দেওয়া হতো দেড় লাখ ক্রৌন। ১৯৮১ সালে সেই অঙ্কটা বেড়ে দাঁড়ায় ১০ লাখ ক্রৌনে। ২০১২ সালে নোবেলের অর্থমূল্য বেড়ে হয় ৮০ লাখ ক্রৌন। ২০১৭ সালে আবারো একবার বেড়ে হয় ৯০ লাখ ক্রৌন। এবছর অর্থাৎ ২০২০ সালে সেই অর্থ বেড়ে দাঁড়ালো ১ কোটি ক্রৌন।