শিক্ষককে স্কুলে আসার জন্য একটি ঘোড়া কিনে দিলেন গ্রামবাসীরা
কলকাতা টাইমসঃ
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের প্রত্যন্ত গ্রাম সুরাপেলাম। গ্রামে সবেধন নীলমনির মতন রয়েছে একটাই মাত্র প্রাথমিক স্কুল। স্কুলে শিক্ষকও রয়েছে মাত্র একজন। নাম গাম্বারাই ভেঙ্কটরমন। টি তিনি থাকেন স্কুল থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরের এক গ্রামে। সুরাপেলাম পৌঁছনোর রাস্তার অবস্থা এতটাই শোচনীয় যে শিক্ষকের চাকরি ছেড়ে দেওয়ার উপক্রম।
কিন্তু গ্রামের বাসিন্দারা তাদের প্রিয় শিক্ষককে ছাড়তে নারাজ। তারা চান, তাদের সন্তানরা যেন লেখাপড়া শেখার সুযোগটা পায়। শেষপর্যন্ত গ্রামের বাসিন্দারা সবাই মিলে চাঁদা তুলে ৯ হাজার টাকা দিয়ে একটি ঘোড়া কিনে দিলেন তাদের প্রিয় শিক্ষককে। এখন সেই ঘোড়া চেপেই স্কুলে যাচ্ছেন ওই শিক্ষক।