ঘোষণা করেই শুরু হয়েছে যুদ্ধ, কিন্তু এদের বিরুদ্ধে এঁটে উঠতে পারছেনা পরমাণু শক্তিধর এই দেশ
নিউজ ডেস্কঃ
চীন যখন নিজেদের শক্তিধর করে তুলতে মরিয়া তখন মশার দাপট তাদেরকে চিন্তায় ফেলেছে। পরমানু শক্তিধর হিসাবে সবাইকে যখন চমকে দিতে চাইছে চীন তখন মশার দাপট তাদেরকে পাল্টা চমকে দিয়েছে।
যার ফলে তারা মশা নিধন করার প্রক্রিয়া ভাবতে শুরু করেছে চীন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে মশার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে চীন। জানা গেছে, উন্নত মিলিটারি রাডারে ধরা পড়ছে চারিদিকে ছড়িয়ে রয়েছে মশা। সেই মশার দাপট কমাতে ইলেক্ট্রো ম্যাগনেট ওয়েভ প্রয়োগ করলে পাল্টা তারা ফিরে আসছে। মশা মারা যাচ্ছে না।
এমনকী তাদের বংশবৃদ্ধি হচ্ছে এবং দিক পরিবর্তন করে আরও জোরে উড়ছে মশার দল। যা নিয়ে কপালে ভাঁজ পড়েছে বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজির। কারণ এই মশার দাপটে নানা রোগ ছড়াতে শুরু করেছে চীনে। তাই মশার দাপট কমাতে রাডারের উন্নতির কথা ভাবছে চীন বলে খবর।