করোনার হাত থেকে আপনাকে রক্ষা করবে অতি পরিচিত ‘বিটাডিন’!
কলকাতা টাইমসঃ
করোনার হাত থেকে রক্ষা করবে অতি পরিচিত ‘বিটাডিন’। সাম্প্রতিক গবেষণায় উঠে এলো এমনই এক অভিনব তথ্য। গবেষকদের দাবি, সামান্য বিটাডিনে মাত্র কয়েক সেকেন্ডে করোনাভাইরাসের হাত থেকে নিস্তার মিলতে পারে। সিঙ্গাপুরের ডিউক-এনএসএস মেডিকেল স্কুলের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। তাদের ’ইনফেকশাস ডিজিজ অ্যান্ড থেরাপি’ নামক এক জার্নালে বলা হয়, বিটাডিন মিশ্রত উষ্ণ জলে গাৰ্গেলে করোনা নিরাময় সম্ভব।
তাদের গবেষণা বলছে, মাত্র ৩০ সেকেন্ডে ৯৯.৯ শতাংশ করোনা ধ্বংস করতে সক্ষম বিটাডিনের মতো অ্যান্টিসেপটিক। সিঙ্গাপুরের গবেষকদের আপাতত করোনা চিকিৎসার হাতিয়ার ‘টপিক্যাল অ্যান্টিসেপটিক’ এই বিটাডিন। প্রসঙ্গত, না কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।