৩টি ‘দর্শকবিহীন টেস্ট’ খেলতে এমাসেই ইংল্যান্ড সফরে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
কলকাতা টাইমসঃ
করোনায় জেরবার বরিস জনসনের ইংল্যান্ড। মারণ ভাইরাস রেয়াত করেনি প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেদেশের রাজ পরিবারের সদস্যদেরও। এরই মধ্যেই টেস্ট ম্যাচ খেলার আয়োজন করতে চলেছে তারা। তবে সব ম্যাচগুলোই ‘দর্শকবিহীন মাঠে’ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এমাসের ৯ জুন ইংল্যান্ডে পৌঁছানোর পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে ক্যারিবিয়ান টিমকে। তাদের রাখা হবে ওল্ড ট্রাফোর্ডে। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই, সাউদ্যাম্পটনে। পরের দুটি ম্যাচই হবে ল্যাঙ্কাশায়ারে। ১৬ এবং ২৪ জুলাই। তবে অন্য মাঠগুলোতে কোনো কারণে ম্যাচ করা সম্ভব না হলে শেষ এবং তৃতীয় ভেন্যু হিসেবে নির্দিষ্ট করা হয়েছে এজবাস্টনকে।