স্টেশন ফুঁড়ে ছিটকে আসা মেট্রোরেলকে বাঁচিয়ে দিলো তিমি মাছের লেজ !
কলকাতা টাইমসঃ
নিয়ন্ত্রণ হারিয়ে স্টেশন ফুঁড়ে বাইরে বেরিয়ে গেলো দুরন্ত গতিতে চলতে থাকা মেট্রো। শেষপর্যন্ত ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দিল তিমি মাছের পুচ্ছ। নেদারল্যান্ডসের রটারড্যাম শহরের ঘটনা।
জানা গেছে, ২০ বছর আগে ওই মেট্রো স্টেশনের কাছে একটি পার্কে তিমি মাছের বিশালাকার একটি স্থাপত্য তৈরী করা হয়। দুটি তিমির দৈত্যাকার লেজ এই ভাস্কর্যের বৈশিষ্ট্য। সেই ভাস্কর্যেরই একটি লেজ মেট্রোটিকে আজ বাঁচিয়ে দিলো। এই ঘটনায় ট্রেনের চালক প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা গেছে। এমনকি ট্রেনে কোনও যাত্রীও ছিলেন না বলে জানিয়েছে মেট্রো কতৃপক্ষ।