মাঝ আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুল্যান্স এর চাকা !
কলকাতা টাইমসঃ
মাঝ আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুল্যান্স এর চাকা! চালকের তৎপরতায় শেষপর্যন্ত প্রাণে বাঁচেন রোগী থেকে চিকিৎসক। সূত্রের খবর, নাগপুর থেকে হায়দরাবাদের এক হাসপাতালের উদ্যেশ্যে রোগী এবং চিকিৎসক সহ যাত্রা করেছিলো এয়ার অ্যাম্বুলেন্সটি। আকাশে ওড়ার পরই বিমানটির একটি চাকা খুলে যায়। সঙ্গে সঙ্গে জরুরি অবতরনের সিদ্ধান্ত নেন বিমান চালক। প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় বিমানচালক নিরাপদে বিমানটিকে অবতরণ করাতে সক্ষম হন।
মুম্বাই বিমানবন্দরে বিমানটিকে নামানো হয়। বিমানে থাকা রোগী, চিকিৎসক সহ সকলেই অক্ষত রয়েছেন বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করে বেলি ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেন বিমান চালক। তার জন্য রানওয়েতে ফোম বিছিয়ে দেওয়ার ব্যবস্থা করে এয়ারপোর্ট অথরিটি। মূলত আগুনের হাত থেকে বিমানটিকে রক্ষা করতেই এই ব্যবস্থা করা হয়। বিমানচালক কেশরী সিং নানান, আমি বেলি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নিই। তাতে রানওয়ের ব্যাপক ক্ষতির সম্ভবনা ছিলো।