মেয়র পদপ্রার্থীকে খুনের দায়ে আটক শহরের গোটা পুলিশ বাহিনী !
কলকাতা টাইমসঃ
মেক্সিকোর ওকাম্পো শহরের মেয়র পদপ্রার্থী ফারনান্দো অ্যাঞ্জেলেস হুয়ারেজকে (৬৪) নিজের বাড়ির সামনেই গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। গত বৃহস্পতিবার সকালের এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে শহরের নিরাপত্তা সচিব সহ ওই শহরের গোটা পুলিশ বাহিনীকেই আটক করলো দেশের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।
জানা গিয়েছে, দেশের দারিদ্র্য, অসাম্য ও দুর্নীতি আর সহ্য করতে না পেরে নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন ওই ব্যক্তি। নির্বাচনের ঠিক আগেই তাকে খুন হতে হয়। এদিকে, খুনের সাথে জড়িত থাকার দায়ে গত রবিবার দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী স্থানীয় সরকারি নিরাপত্তা সচিবসহ ওকাম্পোর ২৭ পুলিশ কর্তার সবাইকেই আটক করে।
উল্লেখ্য, নিহত অ্যাঞ্জেলেস প্রথমে ওকাম্পো শহরে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর কথা থাকলেও পরে মেক্সিকোর একটি প্রধান রাজনৈতিক দল পার্টি অব দ্য ডেমোক্রেটিক রেভ্যুলেশনে (পিআরডি) যোগ দেন তিনি। পরে সেই দলের তরফেই নির্বাচনে দাঁড়ান তিনি।