ভূতের ভয়ে জনশূন্য গোটা গ্রাম!
কলকাতা টাইমস :
গোটা গ্রামে ৫০-৬০টি পরিবারের বসবাস। এখানকার বেশিরভাগ মানুষ মূলত পাথর কেটেই জীবিকা নির্বাহ করেন। সম্প্রতি ‘ভূতের অত্যাচারে’ গ্রামের অনেকেই পালাতে শুরু করেছেন। দেখতে দেখতে জনশূন্য হয়ে যাচ্ছে তেলেঙ্গানা রাজ্যের নির্মল জেলার কাসিগুড়া গ্রাম।
যে কয়েকটি পরিবার এখনও টিকে রয়েছে, তারাও কাটাচ্ছেন গৃহবন্দী অবস্থায়। সন্ধ্যার পর কেউ আর ঘর থেকে বেরোচ্ছেন না। বিশেষ প্রয়োজনে মহিলারা বেরলেও পুরুষরা বের হচ্ছেন না। তেলেঙ্গানার প্রত্যন্ত গ্রামগুলোতে ভূতের ভয় এর আগেও শোনা গেছে।
এর আগেও এই ধরনের গুজব সামনে এসেছে। তবে এবার একটু অন্যরকম। এ গ্রামের ভূত নাকি বেছে বেছে পুরুষদের দেখলেই হানা দিচ্ছে। যারাই ভূতের ‘দেখা’ পেয়েছেন, তারাই বলছেন, এই ভূত নাকি মহিলা।বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। গ্রামে যে কয়জন রয়েছেন তাদের ভয় না পাওয়ার পরামর্শ দিচ্ছেন প্রশাসনিক কর্তারা। গ্রামে পুলিশি পাহারার ব্যবস্থা করা হচ্ছে।
অবশ্য এই ভূতুড়ে আতঙ্কের সঠিক কোনো কারণ বা ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।