মহিলাদের পার্টির অন্দরমহল দেখে চক্ষু চড়কগাছ পুলিশের
কলকাতা টাইমস :
ভারতের গুজরাটে মদ্যপান নিষিদ্ধ। এ বিষয়ে রয়েছে প্রশাসনের কড়াকড়িও। কিন্তু সেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কিভাবে চলছে মদ্যপান তা দেখে অবাক পুলিশ। এখানে অবাক হওয়ার কারণ হলো এই মদ্যপানের আসর বসেছিল মহিলাদের মধ্যে। নতুন বছরের আগেই পুরুষ নয়, মদ্যপান করা অবস্থায় এক ঝাঁক মহিলাকে ধরে চক্ষু চড়কগাছ গুজরাট পুলিশের।
খবর অনুসারে, দিন কয়েক পরেই বছর শেষের আনন্দে মেতে উঠবেন সবাই। শহরজুড়ে হবে অনেক পার্টি। তেমনই এক পার্টির আয়োজন হয়েছিল একটি ক্লাবে। কিন্তু সেখান কী হচ্ছে, তা দেখতে গিয়েই হতবাক হয়ে গেল পুলিশ নিজেই।
একজন কিংবা দুজন নয়। পার্টি থেকে মদ্যপানের জন্য আটক করা হয়েছে ২১ জন নারীকে। হরেক রকমের মদ উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ওই ক্লাবের ম্যনেজারকেও।