চুরি করা সুদৃশ্য প্যাকেট খুলে মহিলা যা দেখলেন চুরিই ছেড়ে দিলেন বোধহয়
কলকাতা টাইমসঃ
রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক মহিলা দেখতে পান, একজনের বাড়ির দরজার সামনে পড়ে আছে একটি সুদৃশ্য প্যাকেট। আশেপাশে কেউ নেই। ব্যস! প্যাকেটটি চুরি করে বাড়ি নিয়ে যান ওই মহিলা । বিলম্ব না করে খুলে ফেলেন সেই প্যাকেট। আর তা খুলেই চোখ কপালে। প্যাকেটের মধ্যে গাদাগাদি করে রয়েছে কেঁচো গোত্রের একগাদা প্রাণী। সম্প্রতি মজার ওই ঘটনা ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়।
ফ্লোরিডার বাসিন্দা শেলি রচ ড্রেভসের বাড়ির সামনে থেকে ওই প্যাকেটি চুরি করেছিলেন অজ্ঞাত পরিচয় ওই মহিলা । সিসিটিভি ফুটেজের ছবি-সহ ঘটনাটি মঙ্গলবার ফেসবুকে পোস্ট করেছেন শেলি। ইতোমধ্যেই পোস্টটি শেয়ার করেছেন অনেকে। কমেন্টের বন্যাতেও ভেসে গেছে পোস্টটি।
পোস্টের কমেন্টে কেউ বলেছেন, আমার হাসি পাচ্ছিল যখন আমি জানলাম চুরি করে কী পেয়েছেন তিনি! কেউ লিখেছেন, প্যাকেট খুলে ওই মহিলা যখন দেখলেন তিনি কী চুরি করেছেন, সেই সময় তার কী প্রতিক্রিয়া হয়েছিল, সেই ছবি দেখতে পেলে খুব মজা হত।