বিস্ময় বোলার রশিদ খান -৯ ওভারে ১১০ রান !
কলকাতা টাইমসঃ
রশিদ খান। ইনিই নাকি বিশ্বের সেরা টি-টোয়েন্টি বোলার। ওয়ানডে ক্রিকেটেও প্রথম তিনি। এই মিস্টিরিয়াস আফগান লেগ স্পিনারই এবার নাম লেখালেন বিশ্বকাপের জঘন্যতম বোলারের তালিকায়। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ ওভারে ১১০ রান দিয়ে এই রেকর্ড গড়েন তিনি!
প্রথমে ব্যাট করতে নেমে ৩৯৭ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। রশিদ খান একাই দিয়েছেন ১১০ রান। ভাগ্য ভালো যে তিনি নিজের ১০ ওভার শেষ করেননি। নাহলে হয়তো ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে জঘন্যতম বোলার অস্ট্রেলিয়ার মিচেল লুইসকে টপকে যেতেন। যিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ ওভারে ১১৩ রান দিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। সেই ম্যাচের পর অবশ্য আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি লুইসকে।