এবারের বিশ্বকাপে থাকছে প্রযুক্তির চমক !

কলকাতা টাইমসঃ
বিভিন্ন কারণেই এবারের বিশ্বকাপ স্পেশাল। প্রযুক্তিগত ভাবে এইবারের বিশ্বকাপে থাকছে দারুন সব চমক। ৪৬ দিনের এই টুর্নামেন্টে খেলা হবে মোট ৪৮টি ম্যাচ। প্রযুক্তির ব্যবহারেও এবার চমক আনছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিশ্বকাপের প্রত্যেক ম্যাচে ব্যবহার করা হবে মোট ৩২টি ক্যামেরা। এর মধ্যে হক-আই, আল্ট্রা মোশন ক্যামেরা থাকবে ৮টি করে।
বিশ্বকাপে এবারই প্রথম ৩৬০ ডিগ্রি রিপ্লে থাকবে। নতুন টেকনোলজির ক্যামেরার মাধ্যমে খেলার বিভিন্ন মুহূর্তের একাধিক ফুটেজ জোড়া লাগানো যাবে তৎক্ষণাৎ। যার ফলে ম্যাচের কোন বিশেষ মুহূর্তের ফুটেজ দেখে বিশ্লেষণ করতে আরও বেশি সুবিধা হবে। সঙ্গে থাকবে প্লেয়ার ট্র্যাকিং, ড্রোন ও বাগি ক্যামেরা।