করোনার ভ্যাক্সিনেশন নিয়ে ভয়ংকর ক্ষুব্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে করোনার ভ্যাকসিন প্রদানের হার এবং বৈষম্য নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস। করোনার হাত থেকে বিশ্বকে সুরক্ষিত রাখতে এবার ভ্যাকসিনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সোমবার দারিদ্র দেশগুলোতে মানুষের সুরক্ষার জন্য নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে মধ্যে গোটা বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। ভ্যাকসিন দেওয়ার হার বাড়ানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বিশ্বের সমস্ত দেশকে। আগামী ডিসেম্বরের মধ্যে এই টার্গেট দেওয়া হয়েছে ৩০ শতাংশ। আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোকেই সর্বাধিক প্রাধান্য দেওয়া হয়েছে এই নির্দেশে।