২০২২১ -এ এক ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হতে চলেছে পৃথিবী !

কলকাতা টাইমসঃ
২০২২১ সালে এক ভয়াবহ দুর্ভিক্ষের সম্মুখীন হতে চলেছে পৃথিবী। যা আগে কখনো দেখা যায়নি।এমনটাই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ফরাসি ভবিষ্যৎ-দ্রষ্টা নস্ত্রাদামুসে। তার মতে বিশ্বের একটা বড়ো অংশের মানুষ এই বিরল দুর্ভিক্ষের কবলে বিলুপ্ত হবে। নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী- এই ২০২১ সালেই পৃথিবীর বুকে ভয়াবহ আঘাত হানবে এক ধূমকেতু। যার ফলে সৃষ্টি হবে এক চরম প্রাকৃতিক বিপর্যয়।
আশ্চর্যের বিষয়, নাসার বিজ্ঞানীরাও ইতোমধ্যে একটি বিশাল ধূমকেতুকে পৃথিবীতে আঘাত করার আশঙ্কা প্রকাশ করেছেন। বিজ্ঞানীদের দাবি, এই গ্রহাণুটির শক্তি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার থেকেও ১৫ গুণ বেশি হবে। নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ২০২০ সালকে মহামারির বছর হিসেবে বর্ণনা করা হয়েছিল। এমন পরিস্থিতিতে, ২০২১-কেও নিরাপদ বলা যাচ্ছে না। নস্ত্রাদামুসের মতে, এর পর রাশিয়ান বিজ্ঞানীর তৈরী একটি নতুন জৈব ভাইরাস মানবজাতিকে ধ্বংস করার পথে হাটবে।