January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular রোজনামচা শারীরিক

মানুষের বিপুল চাহিদা মেটানোর ক্ষমতা হারাচ্ছে পৃথিবী !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ধরিত্রীর ওপর আমাদের চাপ ক্রমশ মাত্রা ছাড়াচ্ছে, যার ফল মোটেই ভালো নয়। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর কাছ থেকে আমাদের যে পরিমান প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা উচিত, তা আমরা আগেই ব্যবহার করে ফেলেছি৷ ফলে ক্রমশঃ ক্লান্ত হয়ে পড়ছে পৃথিবী।

আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি
বিশ্বের মোট ৯০ টি সংগঠন কে নিয়ে তৈরি আন্তর্জাতিক থিংকট্যাংক ‘গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক’ প্রতিবছর একটি নির্দিষ্ট দিনকে ‘আর্থ ওভারশুট ডে’ হিসেবে পালন করে৷ এই দিনটি সাধারণত সেদিন হয়, যেদিন পৃথিবী একবছরে যে পরিমান সম্পদ যোগান দিতে পারে, তারচেয়ে বেশি প্রাকৃতিক সম্পদ মানুষ খরচ করে ফেলে৷ এটা অনেকটা আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার মতো ব্যাপার৷ চলতি বছর সেই দিনটি ছিল ১ আগস্ট৷

কার কতটা প্রয়োজন, জেনে নিন
আজকে পৃথিবীর মানুষ যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে তার যোগান দিতে কার্যত এক দশমিক সাতটি বা প্রায় পৌনে দুটি পৃথিবীর দরকার৷ আর যদি আলাদা আলাদাভাবে অঞ্চলের কথা চিন্তা করেন, তাহলে জার্মানরা যেভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, সেভাবে গোটা বিশ্বের মানুষ ব্যবহার করলে তাদের চাহিদা মেটাতে প্রয়োজন হতো তিনটিরও বেশি আস্ত পৃথিবী৷ মার্কিনিদের ক্ষেত্রে এটি ৪ দশমিক নয়টি পৃথিবী৷

কার্বন পুড়িয়ে বিপদ আরও বাড়ছে 
পৃথিবীর মোট দূষণের ৬০ শতাংশেরও বেশি আসছে জীবাশ্ম জ্বালানী এবং কাঠ পোড়ানোর মাধ্যমে৷ একেবারে নির্দিষ্ট করে বলতে গেলে চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কার্বন ডাই-অক্সাইড উৎপাদক৷

বনজঙ্গল উজাড়
গাছ থেকে কাঠ আসে যা কাগজ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কাঁচামাল৷ তাছাড়া গাছ মাটির ক্ষয় রোধে সহায়তা করা ছাড়াও ভূগর্ভস্থ জলের আধার পূর্ণ রাখে এবং প্রকৃতি থেকে কার্বন ডাই-অক্সাইড শুষে নিয়ে আমাদের জন্য অক্সিজেন যোগান দেয়৷ তা সত্ত্বেও প্রতিবছর বিশ্ব ৩৩ লাখ হেক্টর বন হারাচ্ছে৷

অতিরিক্ত মাছ ধরায় বিপদ
আমরা সাগর থেকে যেহারে মাছ ধরছি তা উৎপাদনের পরিমানের চেয়ে অনেক বেশি৷ চলতি বছরের এই সময়ের মধ্যেই পৃথিবীর একতৃতীয়াংশ মাছের প্রজনন ক্ষমতার চেয়ে বেশি মাছ ধরা হয়ে গেছে৷ একদিকে, যেমন বেশি মাছ ধরা হচ্ছে, অন্যদিকে কার্বনর ডাই-অক্সাইড নির্গমনের মাত্রা বেড়ে যাওয়ায় সমুদ্রের জলও ক্রমশ বিষাক্ত হয়ে যাচ্ছে যা সামুদ্রিক জীবের উপর বিরুপ প্রভাব ফেলছে৷

সবচেয়ে বড় হুমকি জলের ঘাটতি
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির হিসেব অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ বিশ্বের প্রায় অর্ধেক মানুষ জলের সংকটে ভুগবে৷ ভূগর্ভস্থ জলের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে কিংবা নানা বিষাক্ত উপাদানের সংমিশ্রণে তা পানের অযোগ্য হয়ে যাচ্ছে৷

 

Related Posts

Leave a Reply