January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

বিশ্ব শাসন করা শচীন, শেবাগ এবং যুবরাজের সংগ্রহ মাত্র ৪ রান !   

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কসময় গোটা বিশ্বের তাবড় বোলারদের কাছে ত্রাস হয়ে ওঠা শচীন, শেবাগের এবং যুবরাজ সিংদের মতন ব্যাটসম্যানদের মোট সংগ্রহ মাত্র ৪ রান। যদিও এরপরও শ্রীলংকান তারকাদের অবলিয়ায় হারিয়ে ৮ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় তুলে নেয় ভারতীয় লিজেন্ডরা।

প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কান তারকারা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তোলেন। ব্যাট করতে নেমে মাত্র ১৯ রানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। শেষপর্যন্ত পাঠানের ব্যাটে ভর করে ১৮.৪ ওভারে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৯ রান তুলে নেয় ভারত।

ভারতের হয়ে ওপেন করতে নেমে খাতা খুলতে পারেননি শচীন। শেবাগ এর সংগ্রহ মাত্র ৩ রান। যুবরাজ ১ রান করে প্যাভেলিয়নে ফেরেন। মোহাম্মদ কাইফের ৪৫ বলে ৪৬ রানের লড়াকু ইনিংস ভারতের ভিত শক্ত করে। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩১ বলে অপরাজিত ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন ইরফান।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলেন চামারা কাপুগেদেরা ও ক্যাপ্টেন তিলকরত্নে দিলশান। ম্যাচের সেরা হয়েছেন ইরফান পাঠান।

Related Posts

Leave a Reply