রিয়েল মাদ্রিদে যোগ দিতে চলেছেন বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস পাওয়া গোলরক্ষক
কলকাতা টাইমসঃ
রাশিয়া বিশ্বকাপে জিতে নিয়েছেন গোল্ডেন গ্লাভস। এবারের বিশ্বকাপের সেরা গোলরক্ষক থিবো কোর্তোয়া। চেলসির গোল পোস্ট প্রহরী এবার পাড়ি জমাচ্ছেন রিয়েলমাদ্রিদে। রিয়েলে যোগ দেওয়ার জন্য সোমবার থেকেই চেলসির অনুশীলনে আসছেনা তিনি। এমনকি ২৬ বছর বয়সী এই বেলজিয়াম তারকা কখন চেলসিতে ফিরবেন সেটি তার ক্লাবও জানে না।
রাশিয়া বিশ্বকাপই কোর্তোয়াকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। তার দক্ষতায় ভর করে বেলজিয়াম এবার বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করে। চেলসির হয়ে এই গোলরক্ষক ১৫৪টি ম্যাচ খেলেছেন। কোর্তোয়ার বিষয়ে চেলসি কোচ সারি জানাচ্ছেন, ‘এখন পর্যন্ত সে আমাদের গোলরক্ষক। ভবিষ্যতে কী হবে জানি না। এটা তার উপর নির্ভর করছে। তবে আশা করছি সে আমাদেরই থাকবে।’