আজ নিলামে উঠতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড়ো মুক্ত ‘দ্য স্লিপিং লায়ন’ – KolkataTimes
May 10, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

আজ নিলামে উঠতে চলেছে পৃথিবীর সবচেয়ে বড়ো মুক্ত ‘দ্য স্লিপিং লায়ন’

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পৃথিবীর আর পাঁচটা মুক্তোর থেকে সম্পূর্ণ আলাদা ‘দ্য স্লিপিং লায়ন’ নামের এই মুক্তাটি। এর ওজন ১২০ গ্রাম এবং এর দৈর্ঘ ২.৭ ইঞ্চি। স্বচ্ছ জলের এই মুক্তো পৃথিবীর সবচেয়ে বৃহৎ মুক্ত হিসেবে পরিচিত। আজ এই মুক্তাটি নেদারল্যান্ডে নিলামে উঠতে চলেছে।

মুক্তাটি তার আকৃতি এবং প্রাণীর মতো গঠনশৈলির জন্য গত ৩০০ বছর ধরে অত্যন্ত জনপ্রিয়। প্রথমদিকে এটি ব্যবসায়ীদের হাতে থাকলেও পরবর্তীকালে এটি বিখ্যাত গয়না প্রস্তুতকারক সংস্থার হাতে এসে পৌঁছয়। এরপর নানা হাত ঘুরে বর্তমানে এটি ইউরোপীয় রয়েল পরিবারের মালিকানাধীন। আজ হেগের ভেনজুয়েচিস নিলাম হাউজে এটি বিক্রির জন্য তোলা হবে।

 

Related Posts

Leave a Reply