বিশ্বের প্রথম ৩ ইঞ্জিন বিশিষ্ট দ্রুতগতির ড্রোন এখন চীনের হাতে
কলকাতা টাইমসঃ
বিশ্বের প্রথম তিন ইঞ্জিনবিশিষ্ট দ্রুতগতির ড্রোন তৈরী করতে সক্ষম হলো চীন। কেমন সেই ড্রোন? জানা যাচ্ছে, ড্রোনটির দৈর্ঘ এবং প্রস্থ যথাক্রমে ১১ এবং ২০ মিটার। রয়েছে তিনটি পিস্টন ইঞ্জিন। ড্রোনটি তিনশো কেজি ওজন অনায়াসে বহন করতে সক্ষম। এক টানা ৩৫ ঘন্টা উড়তে পারে এটি। ড্রোনটির গতিবেগ ঘণ্টায় তিনশ কিলোমিটার।
আগামী বছর অর্থাৎ ২০২১ সালের দিকে বাজরে আসতে চলেছে এই ড্রোনটি। এর দামও নাকি রাখা হবে অবিশ্বাস্য রকমের কম। চীনের টেংডেন টেকনোলজি নামের একটি কম্পানি এই ড্রোনটি তৈরি করে বলে খবর।