November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

বিশ্বের প্রথম চালকবিহীন ট্যাক্সি নামলো জাপানের রাস্তায়!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ই প্রথম চালকবিহীন ট্যাক্সি চললো জাপানের রাজধানী টোকিও’র রাস্তায়। ২০২০ সালে টোকিও অলিম্পিকের সময় প্রতিযোগী ও পর্যটকদের বহনের জন্য এই ট্যাক্সিই ব্যবহার করতে চাইছে জাপান। স্বচালিত ড্রাইভিং প্রযুক্তির ডেভেলপার জেএমপি এবং ট্যাক্সি কোম্পানি হিনোমারু কোতসু চলতি সপ্তাহে টোকিও’র রাস্তায় এই ট্যাক্সিটির পরীক্ষা চালিয়েছে।

গাড়ি নির্মাতা টয়োটা এবং উবার যৌথভাবে স্বচালিত গাড়ি তৈরির ব্যাপারে তাদের প্রচেষ্টা আরও জোরদার করার কথা ঘোষণা করার পরই জেএমপি এবং হিনোমারু কোতসু এই পরীক্ষা চালালো। তবে, দুর্ঘটনা এড়াতে গাড়ির ভেতর একজন চালক ও একজন অ্যাসিস্টেন্ট ছিল। যাত্রীরা নিজেরাই গাড়ির দরজা খুলেছেন এবং স্মার্টফোনের অ্যাপের সাহায্যে দেড় হাজার ইয়েন ভাড়া পরিশোধ করেছেন।

 

Related Posts

Leave a Reply