অবশেষে নিষ্কৃতি মৃত্যু হলো সুদানের
নিউজ ডেস্কঃ
বিশ্বের সর্বশেষ সাদা প্রজাতির পুরুষ গন্ডারটি মারা গেলো। এই প্রজাতির আর মাত্র দুটি স্ত্রী গন্ডার বেঁচে আছে। বিজ্ঞানীরা এখনো আশাবাদী যে এই প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যাবে।
সম্প্রতি মারা যাওয়া সাদা রঙের সেই পুরুষ গন্ডারটির নাম ছিল সুদান। কেনিয়ার লাইকিপিয়ায় অবস্থিত অভয়ারণ্য ওল পেজেতা কনজারভেন্সিতে ছিল প্রাণীটি। জীবনের শেষ ২৪ ঘণ্টা বেশ কষ্টে কেটেছে তার। রয়টার্স জানায়, ৪৫ বছর বয়সী সুদান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিল। পরে ডাক্তাররা তাকে শান্তিতে মৃত্যু দেওয়ার সিদ্ধান্ত নেন।