বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোন: দাম- ১ লক্ষ ৬৪ হাজার ৯৯৯ টাকা!
কলকাতা টাইমসঃ
স্যামসাং গ্যালাক্সি ফোল্ড। আপাতত এটাই বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোন হয়ে উঠতে চলেছে। ভারতীয় মুদ্রায় যার দাম দাঁড়াচ্ছে ১ লক্ষ ৬৪ হাজার ৯৯৯ টাকা! ফোনটি বর্তমান ফোনগুলোর মতো দেখতে হলেও এটিকে বইয়ের মতো খোলা যাবে। যার আকার হবে ৭.৩ ইঞ্চি বা ১৮.৫ সেন্টিমিটার। এটি ভাঁজ করা অবস্থায়ও ৪ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের ফোন হিসেবে ব্যবহার করা যাবে। ফোনটিতে ক্যামেরা রয়েছে ৬টি। নির্মাতা স্যামসাং। ফোনটি যেভাবেই ধরা হোক না কেন সেভাবেই ছবি তোলা যাবে।
এর পাশাপাশি হুয়াওয়ের ভাঁজ করা স্মার্টফোন ম্যাট এক্স আগামী মাসে বাজারে আসছে। ফোনটির দাম পড়বে ২ হাজার ৪০০ ডলার। তখন এটিই হবে বিশ্বের সবচেয়ে দামি স্মার্টফোন। ফাইভ-জি ফোনটিতে রয়েছে হুয়াওয়ের কিরিন ৯৮০ প্রসেসর এবং ব্যারং ৫০০০ মডেম। রয়েছে ডুয়েল-সেল ৪৫০০ এমএএইচ ব্যাটারি, মাত্র আধা-ঘণ্টায় ৮৫ শতাংশ চার্জ হবে স্মার্টফোনটিতে।
৮ ইঞ্চি ট্যাবলেট আকারের ফোনটি ৬.৬ ইঞ্চিতে নামিয়ে আনা যাবে যেকোনো মুহূর্তে। দুটো দিকেই স্ক্রিন হিসেবে ব্যবহার করা যাবে। অ্যানড্রয়েড ৯.০ (পাই), তিনটি ক্যামেরা-৪০ এমপি, ৮এমপি ও ১৬এমপি টিওএফ থ্রিডি ক্যামেরা। রয়েছে ৮জিবি RAM ও ৫১২ জিবি স্টোরেজ।